তাইপেই: তাইওয়ানের পূর্ব উপকূলে রোববার সকালে ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে একবার রিখটার স্কেলে ৫দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রয়েছে।
৫দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হাসিলিন গ্রাম থেকে ৩৫ কিলোমিটার দণি-পূর্বাঞ্চলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ইলান শহরে অন্য শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে সুনামি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।
উল্লেখ্য,১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে ২৪ হাজার মানুষ নিহত হয়।
এ সংখ্যা দ্বীপপুঞ্জে প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসে সব চেয়ে বেশি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০