পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী তার ভাষণে ভারতকে কাশ্মীরে ‘যুদ্ধাপরাধ’ ও সে দেশে সন্ত্রাসী রফতানি করছে বলে অভিযোগ করেন। এরই কড়া জবাব দিয়েছে ভারত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর তত্ত্বাবধায়নে জাতিসংঘকে একজন বিশেষ দূত নিয়োগের অনুরোধ জানান।
জাতিসংঘে ভারতের প্রথম সচিব ইনাম গম্ভীর জবাবে বলেন, পাকিস্তান এখন বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী রফতানি করছে। পাকিস্তান ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমরকে আশ্রয় দিয়েছে।
সম্প্রতি কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিতর্কিত কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আরআর