পশ্চিমবঙ্গে চীনা দূতের বক্তব্যে যা স্পষ্ট হলো। তার ভাষায়, ভুটান-ভারত-চীন সীমান্তের ডোকলাম নিয়ে বিবাদ এখন অতীত।
গণপ্রজাতন্ত্রী চীনের ৬৮তম বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানউ বলেন, ডোকলাম অতীত। ভারত ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে।
দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও মজবুত করা যায়, আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এই দুটি দেশ যতো বেশি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পারস্পরিক দেওয়া নেওয়া ও সহযোগিতা ততোই বাড়বে বলে উল্লেখ করেন মা ঝানউ।
চীনে ‘ব্রিকস’ দেশগুলোর শীর্ষ সম্মেলনের সাইড লাইনে গত ৫ সেপ্টেম্বর বৈঠকে বসেছিলেন মোদি ও শি জিনপিং।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আইএ