ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্য যুদ্ধ ঘোষণার শামিল, বলছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ট্রাম্পের বক্তব্য যুদ্ধ ঘোষণার শামিল, বলছে উ. কোরিয়া ডোনাল্ড ট্রাম্প ও রি ইয়ং-হু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ মন্তব্য করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং-হু বলেছেন, মার্কিন বিমান ভূপাতিত করার অধিকার রয়েছে উ. কোরিয়ার।

নিউইর্য়কে জাতিসংঘ মিলেনিয়াম প্লাজা হোটেলের বাইরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ইয়ং।  

তিনি বলেন, ‘বিশ্বকে এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত’, এটা যুক্তরাষ্ট্র, যারা প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।

এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাতে জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের খুব কাছ দিয়ে মার্কিন জঙ্গি ও বোমারু বিমান উড়ে গেছে। পেন্টাগন বলছে, যে কোনো ধরনের হুমকি মোকাবেলার সামরিক শক্তি যে যুক্তরাষ্ট্রের আছে, তা দেখাতেই শনিবার (২৩ সেপ্টেম্বর) বোমারু ও জঙ্গি বিমানের এ উড্ডয়ন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং-হু বলেন, আকাশ সীমায় না হলেও যুক্তরাষ্ট্রের বোম্বার ভূপাতিত করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছে তার প্রতিরোধ হিসেবে আমরা যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি।

তবে যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র মুখে যা বলেছে বাস্তবে তার প্রতিফলন ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।