কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেক্সিকোর চিহুয়া শহরের ওই পুনর্বাসন কেন্দ্রে একদল সশস্ত্র বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
চিহুয়া নিরাপত্তা সচিব এক বিবৃতিতে জানান, ইউনিটিং ফ্যামিলিস রিহ্যাবিলিটেশন নামক পুনর্বাসন কেন্দ্রে একদল বন্দুকধারী প্রবেশ করে গুলি চালালে ১৪ জন নিহত ও ৮ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা একে৪৭ নিয়ে ওই পুনর্বাসন কেন্দ্রে প্রবেশ করে গুলি চালাতে থাকে। ঘটনার সময় অন্তত ২৫ জন লোক সেখানে ছিলেন।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭/আপডেট: ১২১২ ঘণ্টা
জেডএস