শুক্রবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক সড়ক বন্ধ হয়ে গেছে।
কোস্টারিকাতে প্রায় চার লাখ মানুষ খাবার পানি সংকটে ভুগছেন এবং কয়েক হাজার লোককে আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে। এখানে ঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরে নিকারাগুয়াতে আঘাত হানলে সেখানে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া হন্ডুরাসে মারা গেছেন আরও তিনজন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
আইএ