ভারতের একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেন, আমার দলের ৮০ ভাগ কর্মীই আদভানিকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিলো।
সম্প্রতি হয়ে যাওয়া ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী ছিলেন দলিত নেতা রামনাথ কোভিন্দ।
৮৯ বছর বয়সী এল কে আদভানি বর্তমানে রাজনীতি থেকে এক প্রকার বাইরেই অবস্থান করছেন। তবে মোদি এবং তার ঘনিষ্ঠ মিত্র বিজেপি সভাপতি অমিত শাহ বিরোধী বিজেপির অনেক নেতাই এল কে আদভানিকে তাদের রাজনৈতিক অভিভাবক মনে করেন। এই পক্ষের অন্যতম মুখ বিহার থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা।
মোদি ও অমিত শাহর কড়া সমালোচক শত্রুঘ্ন সিনহা প্রায়ই কঠোর ভাষায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তবে মোদি ও অমিত শাহর সমালোচনা করলেও বিজেপি ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।
তিনি বলেন, বিজেপি যখন দুইজন সংসদ সদস্যের দল ছিলো তখন থেকে তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। তাহলে তিনি দল ছাড়বেন কেন। পাল্টা প্রশ্ন করেন শটগান হিসেবে পরিচিত বলিউডের এই শক্তিমান অভিনেতা।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরআই