ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানিলায় ২২ জন কোরীয় অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
ম্যানিলায় ২২ জন কোরীয় অপহৃত

ম্যানিলা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাবেক একজন পুলিশ কর্মকর্তা সোমবার শিশু ও ২২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিকসহ একটি পর্যটক বাস জিম্মি রেখেছে। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।



পুলিশ জানায়, বাসটি জিম্মি রাখার কারণ জানা যায়নি। তবে ওই বন্দুকধারীর সঙ্গে আলোচনা চলছে।

ম্যালিয়ার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা লিওকাদিও সান্তিয়াগো বলেন, “আমরা এখনো জিম্মির ঘটনাটি নিয়ন্ত্রণে নেওয়ার ও কী ঘটেছে তা জানার চেষ্টা করছি। ”

তিনি আরও বলেন, “বাসে শিশু ও বয়স্ক লোকজন রয়েছে। তার (অপহরণকারী) হাতে একটি এম-১৬ রাইফেল রয়েছে। ”

অপহরণকারীর নাম রোলান্দো মেনদোজা বলে জানা গেছে। এর আগে, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে তাকে পুলিশ থেকে বহিষ্কার করা হয়।

পুলিশের মুখপাত্র আগ্রিমেরো ক্রুজ বলেন, অপহৃতদের মধ্যে ২২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। অপহরণকারীর সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।