ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা করবে না: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, আগস্ট ২৩, ২০১০
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা করবে না: আহমাদিনেজাদ

দুবাই: ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরায় রোববার সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।



আহমাদিজাদ বলেন, “আমি ইসরায়েলের হামলার আশঙ্কা বাতিল করে দিচ্ছি, সামরিকভাবে ইরানকে মোকাবেলার ক্ষেত্রে ইসরায়েল অত্যন্ত দুর্বল। ”

তিনি আরও বলেন, “ইসরায়েলের সাহস নেই এটা করার। আমি একে কোনো সাংঘাতিক হুমকিও মনে করি না। ”

ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করতে আরব উপসাগরের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেবে না সেখানকার দেশগুলো বলে তিনি ওই সাক্ষাৎকারে আশা করেন।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সন্দেহ করে, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির সামরিক লক্ষ্য রয়েছে।   আর তা হচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে পরমাণু অস্ত্র তৈরি। তবে, ইরান বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান বলছে, ২০ হাজার মেগাওয়াট মতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতেই তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।