ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়েদার বন্দরে গ্রেনেড হামলায় আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
গোয়েদার বন্দরে গ্রেনেড হামলায় আহত ২৬

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত গভীর সমুদ্র বন্দর গোয়েদারে গ্রেনেড হামলায় ২৬ শ্রমিক আহত হয়েছে।

শুক্রবার (অক্টোবর ২০) শ্রমিকদের ডরমেটরিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে ধারণা করা হচ্ছে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াইরত বেলুচ বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

গোয়েদার বন্দর পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রবন্দর। এই সমুদ্রবন্দরকে কেন্দ্র করে চীন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডোর স্থাপনের বিভিন্ন প্রকল্প এগিয়ে চলেছে।

হামলার ঘটনায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা খাবার গ্রহণের জন্য জড়ো হওয়া শ্রমিকদের উপর গ্রেনেড ছুড়ে মারে। এই শ্রমিকরা গোয়েদার বন্দরে কাজ করতেন।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। বিদ্রোহীদের দাবি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের জনগণকে তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।