ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান সফরে টিলারসন, মঙ্গলবার যাচ্ছেন পাকিস্তান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আফগানিস্তান সফরে টিলারসন, মঙ্গলবার যাচ্ছেন পাকিস্তান সফরে রেক্স টিলারসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ঝটিকা সফরে আফগানিস্তানে এসেছেন।

সোমবার (২৩ অক্টোবর) তিনি দেশটিতে পৌঁছান।

তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিনিরা বদ্ধপরিকর।

মার্কিন ঘাঁটি বাগরাম এয়ার ফিল্ডে দেশটির রাজনীতিবিদ, ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠকের পর টিলারসন বলেন, আমরা জঙ্গিগোষ্ঠী তালেবানসহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবো। যতক্ষণ না সার্বিকভাবে জয় আসে।

দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম আফগান সফর। কিছু দিন আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সফর করে গেছেন। সন্ত্রাসবাদ ছাড়াও আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানির সঙ্গে আগামী বছরে তাদের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) টিলারসনের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।