ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কনজার্ভেটিভ পার্টির এমপি চার্লি এলফিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কনজার্ভেটিভ পার্টির এমপি চার্লি এলফিক বহিষ্কার

ঢাকা: গুরুতর অভিযোগে সংসদ সদস্য (এমপি) চার্লি এলফিককে বরখাস্ত করেছে কনজার্ভেটিভ পার্টি। পুলিশি ভাষ্যমতে কনজার্ভেটিভ পার্টির সাবেক এই হুইপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

শুক্রবার (০৩ নভেম্বর) নিজ দল থেকে বহিষ্কার হন ডোভারের এই এমপি। তিনি ২০১০ সাল থেকে এমপি নির্বাচিত হয়ে এসেছেন।

পার্টির নতুন চিফ হুইপ জুলিয়ান স্মিথ সংবাদ মাধ্যমকে চার্লি এলফিকের বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় এলফিক জানিয়েছেন, পার্টি তার বহিষ্কারের খবর তাকে জানানোর আগেই প্রেসকে জানিয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তাও জানেন না বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।