ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২৭, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২৭, নিখোঁজ ২২ টাইফুনের আঘাতে পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে টাইফুন ‘ডামরি’র আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২২ জন। নিখোঁজদের মধ্যে ১৭ জনই একটি কার্গোর ক্রু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৪০ হাজার ঘরবাড়ির বিনষ্ট হয়েছে, ভেসে গেছে চার শতাধিক ঘরবাড়ি।

বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।  

এদিকে টাইফুনের কবলে পড়ে ভিয়েতনামের বিন দিন প্রদেশে উপকূলের কাছাকাছি এক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ নাবিক নিখোঁজ রয়েছেন। এর আগে ৭৪ জন নাবিককে উদ্ধারের কথা জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

একমাস ব্যবধানে ভিয়েতনামে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড়ের আঘাত। যার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।