ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বালির সঙ্গে আকাশ যোগাযোগ চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বালির সঙ্গে আকাশ যোগাযোগ চালু চেক ইন চালু হওয়ার পর নগুরাহ রাই এয়ারপোর্ট।

ঢাকা: টানা তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বালি দ্বীপের নগুরাহ রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বুধবার (২৯ নভেম্বর) বিকেল থেকে এয়ারপোর্টটিতে চেক ইন শুরু হয়।

মাউন্ট অ্যাগুঙ আগ্নেয়গিরি থেকে অবিরাম ধোঁয়া উদগীরণের মধ্যেই বালি দ্বীপের সঙ্গে আকাশ যোগাযোগ চালু করা হলো। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির বিষয়ে জারি করা লাল-সবুজ এলার্ট নামিয়ে কমলা-সবুজ করায় ফের আকাশ যোগাযোগ চালুর সিদ্ধান্ত হয়।

আগ্নেয়গিরিতে ধোঁয়া উদগীরণ অব্যাহত থাকলেও তাতে ফ্লাইট ওঠানামায় সমস্যা হবে না।

এর আগে বুধবারই সকালে এয়ারপোর্ট বন্ধ থাকার সময়সীমা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়।  

গত শনিবার থেকে মাউন্ট অ্যাগুঙ আগ্নেয়গিরি অবিরাম আগ্নেয় ছাই ও উত্তপ্ত গ্যাস উদগীরণ করে যাচ্ছে। গলিত লাভা উদগীরণ শুরু হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এর আগে ১৯৬৩ সালে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১ হাজার ৬০০ মানুষ প্রাণ হারায়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।