যুক্তরাষ্ট্র: মার্কিন সেনাবহিনীর একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা তালেবানদের উৎসাহিত করবে। খবর বিবিসি অনলাইনের।
মার্কিন মেরিনের প্রধান জেনারেল জেমস ক্রানওয়ে বলেন, সেনা প্রত্যাহারের তারিখ ঘোষণা আমাদের শত্রুদের শক্তি বাড়িয়ে দিবে। মার্কিন বাহিনী দক্ষিণ আফগানিস্তানের শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থাকতে পারতো।
তার এ মন্তব্য আফগানিস্তান থেকে ২০১১ সালের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা নতুন বিতর্কের জন্ম দিবে।
তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তা জানান, জেনারেলের মুখ থেকে এধরনের মন্তব্যে তারা অবাক হননি। কারণ ইতোমধ্যে তিনি অবসরে গেছেন।
জেনারেল ক্রানওয়ে সম্প্রতি আফগানিস্তান থেকে ফিরেগেছেন।
আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কের মুখে ওয়াইট হাউজের ডেপুটি সেক্রেটারি মঙ্গলবার বলেছে প্রেসিডেন্ট ইরাক যুদ্ধ নিয়ে ডিসেম্বরে পুনমূল্যায়ন করবে। সুতরাং আমাদের হাতে বিষয়টি নিয়ে ভাবার এখনও সময় আছে।
বাংলাদেশ সময় ১৭৪৫ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০