ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ১১

ঢাকা: ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রিবস জেলায় ভূমিধসে অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। আহত হওয়ার খবর মিলেছে ১৪ জনের। নিখোঁজদের সবাই কৃষিকাজে যুক্ত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

পাসির পানজাং নামে গ্রামে ঘটা এ দুর্ঘটনার সময় আক্রান্তরা একটি পাহাড়ের কাছে তাদের কৃষিজমিতে কাজ করছিলেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি।

কাজের সময় আচমকা ভূমি ধসে কৃষিজমিতে কাজ করতে থাকা ২৫ জনকে ভাসিয়ে নিয়ে যায়। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জনের কোনো খোঁজ মেলেনি। বাকি ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নেওয়া হয়েছে স্থানীয় ক্লিনিকে।

নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।