ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে নিজের ভোট দিলেন পুতিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মস্কোতে নিজের ভোট দিলেন পুতিন মস্কোর রাশান একাডেমি অব সায়েন্সেস-এ স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেন পুতিন। ছবি-সংগৃহীত

রাশিয়ার ৭ম প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ভোটটি দিয়েছেন। সবচেয়ে সুপার হেভিওয়েট প্রার্থী পুতিন রোববার সকালে রাজধানী মস্কোর কোসিয়াগিন সড়কে রাশান একাডেমি অব সায়েন্সেস-এ স্থাপিত ২১৫১ নম্বর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেন।

সংবাদ সংস্থাগুলো জানায়, পুতিনই হতে চলেছেন গণতান্ত্রিক রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদি নেতা। নির্বাচিত হলে এ নিয়ে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার নিজের চতুর্থ দফা ক্ষমতারোহণ।

এছাড়া মাঝখানে একবার রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। তবে তখনও কাগজে কলমে থাকলেও বাস্তবে রাশিয়ার দণ্ডমুণ্ডের কর্তা তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ছিলেন না, বরং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনই ছিলেন। ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধে সার্বিক নেতৃত্বভার পুতিনই নিয়েছিলেন।

রাশিয়া ও বিভিন্ন দেশ থেকে আসা ১শর মতো সাংবাদিক ‘পুতিন ভোট দিতে আসছেন’ খবর পেয়ে রাশান একাডেমি অব সায়েন্সেস ভবনের সামনে ভিড় জমান। ভোট দেবার পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘‘যে সংখ্যক ভোট পেলে রাশিয়ার পেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যাবে, সেটা যদি পাই তাহলেই আমি সন্তুষ্ট। শতাংশের হিসাব এখানে মুখ্য নয়। ’’

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।