ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
শ্রীলঙ্কার জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায় সেনাবাহিনীর টহল

সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে তিনজনের মৃত্যুর ঘটনার পর গত ৪ মার্চ থেকে শ্রীলঙ্কায় জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক টুইট বার্তায় জরুরি অবস্থা শিথিলের ঘোষণা দিয়েছেন।
  
তিনি বলেন, দেশের সাধারণ জনগণের নিরাপত্তার পরিস্থিতি মূল্যায়ন করার পর, আমি গতকাল মধ্যরাত থেকে সারাদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি।

 

এর আগে শ্রীলঙ্কায় মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিলো।

মধ্যাঞ্চলীয় ক্যান্ডি শহরের কিছু কিছু এলাকায় আবার কারফিউ জারি করা হয়েছিলো। সেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছিলো। এছাড়া এই সাম্প্রদায়িক সংঘর্ষে ১২ জন মুসলিম আহত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।