ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইসিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইসিস

তিন বছর আগে ইরাকের মসুলে জঙ্গি গোষ্ঠি আইসিসের হাতে অপহৃত ৩৯ ভারতীয়র সবাইকেই হত্যা করা হয়েছে। এরই মধ্যে মসুলের একটি গণকবর থেকে তোলা ৩৯টি মরদেহই আইসিসের হাতে অপহৃত ভারতীয়দের বলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার (২০ মার্চ)  রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ভারতীয়দের মরদেহগুলো মসুল থেকে বাগদাদে পাঠানো হয়েছে।

অপহৃত সবার পরিবারের লোকদের ডিএনএ স্যাম্পল ইরাকে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার এই চার রাজ্যের রাজ্য সরকার এ বিষয়ে সহায়তা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘গতকাল (সোমবার ১৯ মার্চ) আমরা খবর পেয়েছি যে, ৩৮ জন নিহতের ডিএনএ নমুনা ভারত থেকে পাঠানো ডিএনএ নমুনার সঙ্গে ১০০ ভাগ মিলে গেছে। তবে বাকি একজনের ডিএনএ পাঠানো নমুনার সঙ্গে শতকরা ৭০ ভাগ মিলেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং ৩৯ নিহত ভারতীয়র মরদেহগুলোর অবশেষ ভারতে ফিরিয়ে আনতে ইরাক যাবেন। মরদেহাবশেষ বহনকারী বিমানটি প্রথমে যাবে অমৃতসর। এরপর যাবে পাটনা এবং সবশেষে কলকাতা।

অপহৃত ও নিহত ভারতীয়দের সবাই ছিল দরিদ্র শ্রমিক। এদের বেশিরভাগই পাঞ্জাবের। জঙ্গিগোষ্ঠি আইসিস  ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেবার পর এই ভারতীয় শ্রমিকরা অন্য শহরে চলে যাবার সময় এদেরকে পথিমধ্যে আটক ও জিম্মি করা হয়।  

গত বছরের জুলাই মাসে সুষমা স্বরাজ পার্লামেন্টে বলেছিলেন, মারা গেছে বলে নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কখনোই এই ৩৯ জনকে মৃত বলে ঘোষণা করবো না। কেননা, ‘‘সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে মৃত বলে ঘোষণা করা পাপ। এমন পাপ আমি করতে পারবো না। ’’

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।