নয়া দিল্লি: ক্রমোবর্ধমান সম্পদের অসম বন্টন ধনী এবং গরীবের মধ্যে দুরত্ব বেড়েছে। আর এজন্যই বাড়ছে অপরাধ।
মনমোহন সিং আরও বলেন, কাশ্মিরে অস্থিরতা, মাওবাদীদের বিদ্রোহ এবং অপরাধী কার্যকলাপ মেকাবেলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রী আরও বলেন ,‘ক্রমোবর্ধমান অর্থনৈতিক অসমতা, আঞ্চলিক, ভাষাগত এবং জাতীগত পার্থক্য’ পুলিশ এসব সমস্যার ও মুখোমুখি হয়।
‘বিদ্রোহীরা আমাদের নিজেদের মানুষ। মাওবাদীদের সহিংসতায় আক্রান্ত এলাকা উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করতে সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। ’
বাংলাদেশ স্থানীয় সময়:১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০