ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ফিরেছেন নোবেলজয়ী মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পাকিস্তানে ফিরেছেন নোবেলজয়ী মালালা মালালা ইউসুফজাই।

২০১২ সালের ৯ অক্টোবরে তালেবান জঙ্গিদের গুলিতে আহত হওয়ার ছয় বছর পর নোবেলজয়ী মালালা ইউসুফজাই প্রথমবারের মতো নিজ দেশ পাকিস্তানে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এখবর জানায়।

নারীশিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালে একজন তালেবান বন্দুকধারী তাকে গুলি করে।

সংকটাপন্ন অবস্থায় কিশোরী মালালাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন মামলা।

এরই মধ্যে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। মালালা হয়ে ওঠেন নারী অধিকার ও নারীশিক্ষার পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। সেদিনে কিশোরী মালালা এখন ২০ বছরে পা দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তবে ক্রমাগত জঙ্গিদের হামলার ঝুঁকির মধ্যে থাকা দেশ পাকিস্তানে মালালার উপস্থিতির স্পর্শকাতরতার কারণে বৈঠকটির সময়, স্থান ইত্যাদির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তানের টিভি চ্যানেলগুলোর লাইভ ফুটেজে দেখা যায় নিশ্ছিদ্র, নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতির বিমানবন্দরে মালালা তার বাবা-মার সঙ্গে বিমান থেকে নেমে আসছেন।

মালালা পাকিস্তানে চারদিন অবস্থান করবেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়। তবে এ সময়ে মালালা তার নিজ শহর সোয়াতে যাবেন কিনা স্পষ্ট নয়। পর্বতসঙ্কুল এই জায়গাটি পাকিস্তানের প্রত্যন্ত উত্তর-পশ্চিমে অবস্থিত। সেখানে তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠির প্রবল দৌরাত্ম্য রয়েছে।

তার এই দেশে ফেরাকে মানবাধিকারকর্মী ও সংস্থাগুলো স্বাগত জানিয়েছে। মুক্তমনা মানুষজনের শুভেচ্ছার বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এএটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।