ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিপর্যস্ত সিরিয়ানদের জন্য চীনের ১০ লাখ ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
বিপর্যস্ত সিরিয়ানদের জন্য চীনের ১০ লাখ ডলার অনুদান এই দুই শিশু যেন পুরো সিরিয়ার প্রতিচ্ছবি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানবিক বিপর্যস্ত নাগরিকদের খাদ্য সহায়তা বাবদ ১০ লাখ ডলার অনুদান দিয়েছে চীন। জাতিসংঘ খাদ্য সংস্থা ডব্লিউএফপি’র মাধ্যমে এই অনুদান দিয়েছে তারা।

সিরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কি কিয়ানজিন এক অনুষ্ঠানে অনুদানের কথা জানিয়ে বলেন, সিরিয়ান নাগরিকদের দুর্দশা লাঘবে চীন মানবিক সহায়তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।

ডব্লিউএফপি জানায়, চীনের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ১৩শ’ টন মটরদানা কেনা হয়েছে।

এর সুফল পাচ্ছে সিরিয়ার ১০ লাখ মানুষ।

২০১১ সালে সিরিয়ায় ক্ষমতার দ্বন্দ্বে গৃহযুদ্ধ শুরু হলে এ ময়দানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় যথাক্রমে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও রেড ক্রসসহ অনেক সংস্থার সঙ্গে সমঝোতার মাধ্যমে মানবিক বিপর্যস্ত সিরিয়ানদের সহায়তায় অনুদান দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তি চীন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।