ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড  ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড। ছবি: সংগৃহীত

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। ওয়েবসাইটটি খুললেই সেখানে চীনা অক্ষর দেখা যাচ্ছে। 

শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওয়েবসাইটটি হ্যাকড করা হয়েছে।

ওয়েবসাইটটি খুললেই চীনা ভাষার কয়েকটি অক্ষর দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চীনা কোনো হ্যাকার গ্রুপ সাইটটি হ্যাকড করেছে।  

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়েল ওই মুখপাত্র।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।