ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১  ট্রাম্প টাওয়ারে আগুন। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টড ব্রাসার (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চার উদ্ধারকর্মী।  

স্থানীয় সময় শনিবার (০৭ এপ্রিল) ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা।

 

ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।  


পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় অ্যাপার্টমেন্টটি থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবরে বলা হয়, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬৮ তলা ট্রাম্প টাওয়ারে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয় ও ব্যক্তিগত বাসস্থান রয়েছে। তবে ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না।


এদিকে দুর্ঘটনার পর এক টুইট বাতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এএটি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।