ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সিরিয়ায় সামরিক হামলার পরিকল্পনা করছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
‘সিরিয়ায় সামরিক হামলার পরিকল্পনা করছে আমেরিকা’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

ঢাকা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা করছে আমেরিকা।

সোমবার (৯ এপ্রিল) সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হওয়ার আগে তিনি একথা বলেন।

জেমস ম্যাটিস বলেন, যেখানে রাশিয়ার মতো দেশ রাসায়নিক অস্ত্র নির্মূলের বিষয়ে গ্যারান্টর হিসেবে রয়েছে সেখানে রাসায়নিক হামলার ঘটনা কেনো ঘটবে-আমরা সে বিষয়টির ওপর নজর দিতে চাই।

এদিকে, রাসায়নিক হামলার জন্য সিরিয়াকে দায়ী করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। কিন্তু রাশিয়া বলছে, সিরিয়ার বিরুদ্ধে ভুল অভিযোগ করা হচ্ছে। গৌতা এলাকায় সিরিয়ার সেনাদের সফলতা ম্লান করার জন্য পশ্চিমারা রাসায়নিক হামলার ভুল খবর নিয়ে হইচই করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুমায় রাসায়নিক হামলার অভিযোগ এনে রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন দেয়ার সমালোচনা করেছেন। তবে কোনোবারই অভিযোগ প্রমাণ করতে পারে নি।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।