ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ই/সংগৃহীত

প্রতিবেশী উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ই। চলতি সপ্তাহেই এ সফর সম্পন্ন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

চীন জানিয়েছে, উত্তর কোরিয়ার আমন্ত্রণে আগামী ২ ও ৩ মে দুইদিনের সফরে যাচ্ছেন ওয়াং। তবে সফরে কী বিষয় নিয়ে আলোচনা হবে বা কোন বিষয়টি প্রাধান্য পাবে, সে তথ্য জানা যায়নি।

এর আগে রোববার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসে বন্ধ হতে যাওয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও সিউল থেকে বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আসার জন্য আহ্বান জানাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

গত শুক্রবার (২৭ এপ্রিল) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে ‘ঐতিহাসিক’ বৈঠকের পর কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার ঘোষণা দেন তারা। এরপরই চীনা বাণিজ্যমন্ত্রীর উত্তর কোরিয়ার সফরকে বেশ ‘গুরুত্ব’ দিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক মহলসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।