ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার বিমান ঘাঁটিতে ফের মিসাইল হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
সিরিয়ার বিমান ঘাঁটিতে ফের মিসাইল হামলা সংগৃহীত ছবি

সিরিয়ার হামা ও আলেপ্পো শহরের কয়েকটি বিমান ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। 

হামার কাছাকাছি সিরিয়া বাহিনীর ৪৭তম ব্রিগেডের অস্ত্র ঘাঁটিতে এ হামলা চালোনো হয়। সিরিয়ার আইন প্রয়োগকারী একটি সংস্থা জানায়, হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ঘাঁটিতে আগুন লেগে যায়।

 

হামা এবং আলেপ্পো শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে সিরিয়ার নিউজ এজেন্সি সানা।  

রোববার (২৯ এপ্রিল) বিকেলে চালানো এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।  

সিরিয়া কর্তৃপক্ষ হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে।  

তবে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।  

এর আগে গত ৯ এপ্রিল সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েল হামলা চালায়। বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে গত ১৪ এপ্রিল সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।  

তবে ইসরায়েল এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।