ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ সাজিদ জাভিদ। ফাইল ফটো

ঢাকা: আম্বার রাডের পদত্যাগের পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। ব্রিটিশ ইতিহাসে এই প্রথম কোনো সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে একজন স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সাজিদ জাভিদের বাবা ছিলেন একজন বাস চালক।  

খবরে বলা হয়, ব্রিটিশ ইমিগ্রেশন পলিসি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তার জন্য কোনো বাধা রয়েছে কিনা এবং যুক্তরাজ্যের জনগণ তাকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করবেন কিনা তা পর্যালোচনা করে দেখবেন তিনি।

 

এদিকে ‘উইন্ডরাশ জেনারেশন’ বিতর্কে সমালোচনার মুখে পদত্যাগ করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড। অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সরকারি কমিটিকে ‘অসাবধানতা বশত বিভ্রান্ত’ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আরও পড়ুন:
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।