ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ২, ২০১৮
প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই 

ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক অর্থমন্ত্রী অশোক মিত্র মারা গেছেন।মঙ্গলবার (০১ মে) কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন জানিয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যম।

 

অশোক মিত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ১৯৪৭ সালের দেশভাগের পর ভারতে গিয়ে উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন। এরপর নেদারল্যান্ডসে পিএইচডি করেন।  

বিশ্ব ব্যাংকে কাজ করার পাশাপাশি অশোক মিত্র শিক্ষকতা করেছেন দিল্লি স্কুল অব ইকোনোমিকস ও কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে ১৯৭৭ থেকে ’৮৭ সাল পর্যন্ত রাজ্য সরকারের অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র।  

অর্থনীতির ওপর বেশ কয়েকটি বই লিখেছেন অশোক মিত্র। সংবাদপত্রে প্রচুর কলাম লিখেছেন তিনি। সমসাময়িক অর্থনীতি ও সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে তার বিশ্লেষণ ছিল বেশ উল্লেখযোগ্য।

অশোক মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানিয়েছেন সিপিআই (এম) এর নেতা সূর্য কান্ত মিশ্র।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।