ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়ে ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মে ৩, ২০১৮
রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়ে ২৭ জনের প্রাণহানি মরুভূমির রাজ্য রাজস্থানে প্রায়ই ধুলোঝড় আঘাত হানে

ভারতের মরুভূমির রাজ্য রাজস্থানের পূর্বাঞ্চলে ভয়াবহ ধুলোঝড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি ও স্থাপনা।

বুধবার (২ মে) রাতে রাজ্যের আলবার, ভারতপুর ও ধলপুর জেলায় এ ধুলোঝড় আঘাত হানে। ঝড়ে এসব জেলার অনেক এলাকায় গাছ-গাছালি ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়।

অনেক এলাকায় যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে যায়।

এলাকার কর্মকর্তারা জানান, ঝড় ও বজ্রপাতে অনেক মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘুমন্ত লোকজনেরই প্রাণ গেছে বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে ভারতপুর জেলায়। সেখানে ১২ জনের প্রাণহানি যেমন হয়েছে, বিরাজ করছে প্রলয় পরবর্তী অবস্থাও।

এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।