ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের স্ট্যামফোর্ড হিলে বিস্ফোরণ, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ৩, ২০১৮
লন্ডনের স্ট্যামফোর্ড হিলে বিস্ফোরণ, আহত ৩০ ল্যাম বৌমার অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের নর্থ লন্ডনের স্ট্যামফোর্ড হিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৩০জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

স্থানীয় সময় বুধবার (০২ মে) এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্ট্যামফোর্ড হিলে ইহুদিদের বার্ষিক উৎসব চলছিল।

এ উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ‘ল্যাগ বৌমার’ অর্থাৎ আগুন জেলে ইহুদিরা ছুটির দিন পালন করে।  

বুধবারও তা পালন করছিলেন ইহুদিরা। এ সময় দৃশ্যটি অনেকেই মোবাইলে ধারণ করছিলেন। কিন্তু হঠাৎ করেই সেখানে আগুনের কুণ্ডলী পড়ে বিস্ফোরণ ঘটে।  

কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আহত অবস্থায় দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।