ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে লরি ভর্তি অবৈধ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
টেক্সাসে লরি ভর্তি অবৈধ অভিবাসী লরি থেকে নামানো হচ্ছে অবৈধ অভিবাসীদের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণে একটি লরি থেকে প্রায় একশ’ অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তবে তাদের জাতীয়তা জানা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মে) রাতে মেক্সিকো সীমান্ত থেকে ৪৫ মাইল উত্তরে যুক্তরাষ্ট্রের ৭৭ মহাসড়কে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কর্মকর্তারা সন্দেহজনক লরিটি থামান। এ সময় লরির পেছনের ঢাকনা খুলে এর ভেতরে ৯২ জন অবৈধ অভিবাসীর সন্ধান পান।

লরির মধ্যে বদ্ধ অবস্থায় থাকার কারণে তাদের মধ্যে দুইজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লরির চালককে আইন প্রয়োগকারীর সংস্থার কর্মকর্তারা হেফাজতে নিয়েছেন।

টেক্সাসের এ মহাসড়কটি দিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মধ্যে দুই দেশের বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য নিয়মিত ট্রাক ও লরি চলাচল করে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।