ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের পর ওমানে ঘূর্ণিঝড় ‘মিকুনু’র আঘাত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
ইয়েমেনের পর ওমানে ঘূর্ণিঝড় ‘মিকুনু’র আঘাত, নিহত ৮ ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে তাণ্ডব চালানোর পর এবার ওমান উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিকুনু’। এতে ইয়েমেন অন্তত ৭ ও ওমানে ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। 

ঝড়ের প্রভাবে সৃষ্ট বর্ষণে ওমানের দোফার এবং আল-উস্তা প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে ভেসে গেছে অনেক যানবাহন।

ধ্বংস হয়েছে অনেক স্থাপনা।

ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহর পশ্চিমে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হয়েছে।

ঘণ্টায় ১৭০ কি.মি বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কবল থেকে জানমাল রক্ষায় উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে আগেই নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

অনেক স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় সময় শনিবার (২৬ মে) মধ্যরাত পর্যন্ত সালালাহর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এর আগে ঘূর্ণিঝড় ‘মিকুনু’ ইয়েমেনের সোকোতরা উপকূলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকাটিকে ‘ধ্বংসযজ্ঞ স্থান’ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।