ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে করতে সিঙ্গাপুরে কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৮
ট্রাম্পের সঙ্গে বৈঠকে করতে সিঙ্গাপুরে কিম সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিম জন উন। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য সিঙ্গাপুরে পৌঁছালেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। রোববার (১০ জুন) কিম তার ব্যক্তিগত কার্গো প্লেনে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

কিমকে বহনকারী প্লেন সিঙ্গাপুরে অবতরণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণ তাকে স্বাগত জানান। তিনি টুইটারে লিখেছেন, স্বাগতম চেয়ারম্যান কিম জং উন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী লি সুয়েন লু’র সঙ্গে সাক্ষাৎ করবেন কিম জং উন।  

জানা যায়, ২০১১ সালে নেতা হওয়ার পর কিম এর আগে কেবল একবারই আকাশ পথে বিদেশ যাত্রা করেছেন।  

এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, লি সুয়েন লু'র সঙ্গে সোমবার দেখা করবেন ট্রাম্প। রাত ৮ টার পর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের পায়া লেবার এয়ারবেসে অবতরণ করবে ট্রাম্পকে বহনকারী প্লেন। এরপর তিনি সাংগ্রিলা হোটেলে উঠবেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।