ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
রাশিয়া সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দেশটিতে সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লু হাউস জানিয়েছে, ২১ থেকে ২৩ জুন এ সফর হতে পারে।

ব্লু হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো রাশিয়াতে রাষ্ট্রীয় সফর করবেন মুন জায়ে ইন। এর আগে ১৯৯৯ সালে রাশিয়াতে রাষ্ট্রীয় সফর করেছেন তৎকালীন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

আশা করা হচ্ছে, সম্ভাব্য এ বৈঠকে উভয় দেশের নেতারা কোরিয়ান দ্বীপের শান্তি প্রতিষ্ঠাসহ উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলবেন।

পুতিনের সঙ্গে এ বৈঠকে পরবর্তীতে উভয় দেশের কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে-এমনটাই আশা করছে দক্ষিণ কোরিয়া।  

ব্লু হাউসের এক বিবৃতিতে আরও বলা হয়, এ বৈঠকের কারণে কোরিয়ান দ্বীপের শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।