ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জটিল অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের শিগগিরই মিলিয়ে দেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা।

শনিবার (৩০ জুন) প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের পাশে লাফায়েত স্কয়ার পার্কে এ প্রতিবাদে হাজারো মানুষ মিলিত হয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

আন্দোলনকারীদের স্লোগান ছিল, ‘সীমান্তে বিশ্বাস করি না আমরা, দেয়ালেও নয়, সব পরিবারের মধ্যে এক হয়ে মিলিতভাবে বসবাস করা উচিত।

ওয়াশিংটনের আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, ট্রাম্পের অভিবাসন নীতি, এটা বর্ণবাদের আশ্রয়। এর প্রতিবাদে এগিয়ে আসতে হবে সবাইকে। ভালো মানুষেরা প্রতিবাদে না আসলে, খারাপের জয় হবে।

যুক্তরাষ্ট্রের অভিবাসনের বিরুদ্ধে টুইটারে যুক্তি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেখানে উল্লেখ করেন, অবৈধভাবে যখন কেউ যুক্তরাষ্ট্রে আসবেন, আমাদের উচিত তখনই তাদের ফেরত পাঠানো। আইনি জটিলতায় সময় পার করার কোনো মানে হয় না। অবশ্যই দ্রুত ফেরত পাঠানো দরকার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।