ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভূমিধসে ২ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
কাশ্মীরে ভূমিধসে ২ তীর্থযাত্রীর মৃত্যু অমরনাথ মন্দিরে তীর্থযাত্রা

জম্মু-কাশ্মীরের ব্রারারিমার্গে ভূমিধসে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। তীর্থযাত্রীদের একটি দল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান অমরনাথ মন্দিরে যাচ্ছিলো।

সোমবার (৩ জুলাই) রাতে ভারতের সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে।

অমরনাথ মন্দিরের যাত্রাপথে হঠাৎ নেমে আসা হড়কা বানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমগুলো।

 

প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার তীর্থযাত্রী। উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে ভর্তি করেছেন। নিহত দু’জনই অন্ধ্র প্রদেশের।  

এ নিয়ে চলতি বছর অমরনাথ তীর্থযাত্রায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটজনে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।