ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উদ্ধার ১১, বাকিদের জন্য চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
উদ্ধার ১১, বাকিদের জন্য চলছে অভিযান উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: থাই গুহায় আটকে থাকা খুদে ফুটবলারদের মধ্যে আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের (১০ জুলাই) অভিযানে এখন পর্যন্ত তিন কিশোর উদ্ধার করা হলো। এ নিয়ে ১১ জনকে গুহা থেকে নিরাপদে বের করে আনলো ব্রিটিশ ও থাই ডুবুরি দল।

এর আগে তৃতীয় দিনের মতো মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় উদ্ধার অভিযানে নামে যৌথ ডুবুরি বাহিনী।

এদিকে, উদ্ধার অভিযানের প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, অবশিষ্ট কিশোরদের নিরাপদে বের করে আনতে তৃতীয় দিনের অভিযানে ১৯ জন উদ্ধারকারী গুহার ভেতরে প্রবেশ করেন এবং তাদের অভিযান চলছে।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। রোববার (০৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। চারজনকে উদ্ধার করে রাত ৯টায় তা স্থগিত ঘোষণা করা হয়। ভেতরে রয়ে গিয়েছিল আরও নয়জন। এরপর সোমবার সকাল ১১টা থেকে আবারও অভিযানে নামে যৌথ ডুবুরি দল। পরে চারজন উদ্ধার করে আপাতত অভিযান স্থগিত রাখে। মঙ্গলবার অভিযানে নেমে বাকি পাঁচজনের মধ্যে প্রথমে একজন এবং পরে আরও দুই টিনএজকে উদ্ধার করতে পেরেছে, রয়ে গেছে আরও দুই জন। তার জন্য চলছে অভিযান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।