ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যাকবলিত অঞ্চলে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
বন্যাকবলিত অঞ্চলে জাপানের প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির বন্যাকবলিত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

দেশটির সরকার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (১১ জুলাই) বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন শিনজো আবে।

জাপানে টানা বৃষ্টিতে বন্যা, ভূমিকম্পসহ বিভিন্ন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েছে।

কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত কমপক্ষে ১৭৯ জনের প্রাণহানি হয়েছে। বলা হচ্ছে, গত তিন দশকের মধ্যে জাপানে এবার সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের উদ্ধারে কাজ করছেন নিরাপত্তা কর্মীরা।

এদিকে, চলতি সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী দেশটিতে ভয়াবহ বন্যাসহ বিভিন্ন বিপর্যয়ের কারণে বিদেশ সফর স্থগিত করেছেন।

বন্যাদুর্গত মানুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছেন শিনজো আবে। তবে জনসম্মুখে কোনো বক্তব্য দেননি তিনি।

বিবৃতিতে সরকারি মুখপাত্র ইয়শহিহিদে সুগা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা নীতি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, জাপানের পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় অঞ্চলের ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।