ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কারাগারে নওয়াজ অসুস্থ, হাসপাতালে ভর্তির পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুলাই ২৯, ২০১৮
কারাগারে নওয়াজ অসুস্থ, হাসপাতালে ভর্তির পরামর্শ নওয়াজ শরিফ

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অসুস্থ পড়েছেন। তিনি হার্টজনিত সমস্যায় ভুগছেন। আদিয়ালা কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিআইএমএস)  কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. নাঈম মালিক।

রোববার (২৯ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।  

নাঈম মালিক বলেন, নওয়াজ শরিফের রক্ত পরীক্ষার ফলাফল আশঙ্কাজনক।

তার ডায়বেটিকস রয়েছে। এছাড়াও তার হার্টের পরিস্থিতি ভালো না।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক আদিয়ালা কারাগারে প্রবেশ করেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কোথায় ভর্তি করা হবে।  

লন্ডনে চারটি অভিজাত ফ্ল্যাটের দুর্নীতি মামলার দায়ে গত ৬ জুলাই পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড, তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড ও নওয়াজ শরিফের জামাই ক্যাপ্টেন মুহাম্মদ সাফদারকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। এরপর ১৩ জুলাই লাহোরের বিমানবন্দরে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিশেষ একটি বিমানে করে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আদিয়ালা জেলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।