ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৬ বাসটি রাস্তা থেকে নিচে পড়ে গেলে এতো সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে/ সংগৃহীত

বুলগেরিয়ার পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক ছুটি উদযাপনে পর্যটকবাহী বাসটি একটি রিসোর্টের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০ মিটার নিচে পড়ে যায়। স্থানীয় সময় শনিবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৫টা নাগাদ মর্মান্তিক ওই দুর্ঘটনায় এতো সংখ্যক মানুষের প্রাণহানির এ ঘটনা ঘটে।

দ্রুত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজধানী সোফিয়া হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আননিভ প্রাথমিক ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

এদিকে নিহতদের স্মরণে সোমবার (২৭ আগস্ট) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুলগেরিয়া সরকার।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।