ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা  ১০০ ছাড়িয়েছে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জুলাই ৮, ২০২৫
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা  ১০০ ছাড়িয়েছে 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, অসংখ্য মানুষ এখনো নিখোঁজ।  

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি, যেখানে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৮ জন শিশু নিহত হয়েছেন।

নিখোঁজদের খোঁজে এখনো চলছে মরিয়া তল্লাশি।

৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনে, ভোররাতে প্রবল বর্ষণে ফুলে-ফেঁপে ওঠা গুয়াদালুপে নদী ঘুমন্ত শহরগুলোতে হঠাৎ করেই হানা দেয়।  বাড়ি, শিবির, গাড়ি সবকিছু মুহূর্তেই পানিতে ডুবে যায়।

বিপর্যয়ের চতুর্থ দিনেও নদীতীরজুড়ে দেখা যাচ্ছে কাদা ও ধ্বংসস্তূপের স্তূপ। উদ্ধারকর্মীরা কাদার নিচে জীবনের চিহ্ন খুঁজে ফিরছেন, যদিও নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

বন্যায় সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ক্যাম্প মিস্টিকে। খ্রিস্টান ধর্মীয় এই গার্লস সামার ক্যাম্পটি ইতোমধ্যেই জানিয়েছে তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছে ১০ জন মেয়ে ও এক ক্যাম্প কাউন্সেলর।

কের কাউন্টি শেরিফ অফিস জানায়, এখনো পর্যন্ত ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে চলছে ডিএনএ টেস্ট ও আত্মীয়স্বজনের মাধ্যমে শনাক্ত করার প্রচেষ্টা।

এদিকে, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস –এর বাজেট কাটছাঁট এই দুর্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করেছে না।

এখন পুরো টেক্সাস জুড়ে চলছে শোক, উৎকণ্ঠা আর প্রার্থনার আবহ। নিখোঁজদের খোঁজে চলছে দিনরাত এক করে ফেলা উদ্ধার অভিযান, আর যারা প্রিয়জন হারিয়েছেন তাদের কাছে এই স্বাধীনতা দিবস চিরকাল রয়ে যাবে বিষাদের প্রতীক হয়ে।

সূত্র: বিবিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।