নয়াদিল্লি: গত অর্থবছরে অপেক্ষাকৃত কম লাভ হয়েছে ভারতের সবচে বড় মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানি ভারতি এয়ারটেলের।
গত অর্থবছরের দ্বিতীয় চতুর্ভাগে তাদের লাভ কমে যায় ১৫.৪৯ শতাংশ যা এ বছরের জুন চতুর্ভাগে ছিল এক হাজার ২১৫ দশমিক ২ কোটি রুপি।
বাৎসরিক হিসাবে দ্বিতীয় চতুর্ভাগে কোম্পানিটির নির্ধারিত লাভের (এক হাজার ২৭ কোটি রুপি) ৩৮.৩৭ শতাংশ কমে গেছে।
ভারতের ব্যাংক ঋণ বেড়ে যাওয়া এবং থ্রিজি নেটওয়ার্কের জন্য কাজ করতে গিয়ে লাভ কম হয়েছে বলে জানিয়েছে তারা।
এই হিসাবের চতুর্ভাগটি শেষ হয়েছে গত বছরের ৩০ সেপ্টেম্বর। সে সময় তারা মোট লাভ ধরেছিল এক হাজার ৬৬১ কোটি রুপি।
প্রথম চতুর্ভাগে অবশ্য কোম্পানির আয় বেড়েছিল। এ কারণে বিশ্লেষকরা আশা করেছিলেন, দ্বিতীয় চতুর্ভাগেও আয় বাড়বে। কিন্তু তা হয়নি।
বিশ্বের ১৯টি দেশে এয়ারটেলের গ্রাহক রয়েছে ২৩ কোটি ৭০ লাখ। গত বছরের শেষ চতুর্ভাগ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের ব্যবহারও কমে গেছে। তবে এ বছরের জুন পর্যন্ত দ্বিতীয় চতুর্ভাগে আবার বেড়েছে বলে জানা গেছে।
কোম্পানির আয় কমে যাওয়ার ব্যাপারে এয়ারটেলের চেয়ারম্যান সুনিল মিত্তাল বলেন, ‘এ বছর ভারতি এয়ারটেলের ব্যবসায় উন্নতি হচ্ছে। তবে ভারতে অব্যাহত দরপতন টেলিকম শিল্পের জন্য একটি অশুভ লক্ষ্মণ। ’
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১