ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুদ্ধবিমান কেনার দরপত্র আহ্বান করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, নভেম্বর ৪, ২০১১

নয়াদিল্লি: ইউরোফাইটার টাইফুন এবং রাফালে মডেলের ১২৬টি যুদ্ধ বিমান কেনার জন্য দরপত্র আহ্বান করেছে ভারত।

গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত দরপত্র আহ্বান করে।

যুদ্ধবিমান কেনা সংক্রান্ত এই বাণিজ্যিক দরপত্রটি আনুমানিক এক হাজার ৪০ কোটি ডলার প্রকল্পের।

ভারত অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান কেনার উদ্যোগ শুরু করেছে ২০০৭ সালের আগস্ট থেকেই। দীর্ঘ চার বছর পর গত বৃহস্পতিবার ভারতের উচ্চ পর্যায়ের আমলা এবং বিমান বাহিনী দরপত্র প্রকাশ করল। এসময় বিমানগুলো নির্মাতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দরপত্র প্রকাশ অনুষ্ঠানে জার্মানি, ব্রিটেন, ইতালি, স্পেনের কোম্পানি ইএডিএস কাসিডিয়ান এবং ফ্রান্সের দাসুল্টের প্রতিনিধিরা ছিলেন।

দরপত্র বিজয়ী কোম্পানিকে বিমান উড্ডয়ন খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, প্রযুক্তি হস্তান্তর খরচ এবং আনুসঙ্গিক খরচের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে খরচের একটি অংশ তাদের বহন করতে হবে।

নির্মাতা প্রতিষ্ঠান এবং দরপত্র পাওয়া প্রতষ্ঠিানের সঙ্গে এই ধরনের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ, বিমানগুলো কেনার পর কমপক্ষে অর্ধদশক সচল থাকার নিশ্চয়তা দিতে হবে।

এ বছরের এপ্রিলে ইউরোফাইটার টাইফুন এবং রাফালে কেনার কথা বলে ভারত। তবে তাদের দরপত্রের সময় এ বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সুইডেনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।