ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রশাসন হৃৎপিণ্ডে প্রতিস্থাপনযোগ্য নতুন এক ধরনের কৃত্রিম ভালভ অনুমোদন দিয়েছে।
বড় ধরনের অপারেশন ছাড়াই এটি প্রতিস্থাপন করা যায়।
গত বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন জানিয়েছে, তারা এডওয়ার্ডস লাইফসায়েন্সের স্যাপিয়েন হার্ট ভালভ ব্যবহারের অনুমতি দিয়েছে। পা থেকে হৃৎপিণ্ডের দিকে গমনকারী একটি বড় ধমনীর মাধ্যমে এটি স্থাপন করা যাবে।
হৃদরোগ বিশেজ্ঞরা বলছেন, বহুলপ্রতীক্ষিত এই নতুন পদ্ধতি বৃদ্ধ এবং হৃৎপিণ্ডের মারাত্মক দুর্বলতার কারণে ঝুকিপূর্ণ ওপেন হার্ট সার্জারি করতে অক্ষম রোগীদের চিকিৎসায় কাজ লাগবে।
ওপেন হার্ট সার্জারি পদ্ধতি কয়েক দশক ধরে হৃৎপিণ্ডের ভালভ প্রতিস্থাপনের জন্য অনুসরণ করা হচ্ছে।
অন্য কোম্পানিগুলো এর আগে কম গুরুত্বপূর্ণ ভালভ প্রতিস্থাপনের অনুমোদন পেয়েছে। তবে হৃৎপিণ্ডের গুরুত্বপূর্ণ ধমনি মুখের ভালভ প্রতিস্থাপনের জন্য এডওয়ার্ডস এর এই ধরনের কৃত্রিম ভালভ এইই প্রথম।
যুক্তরাষ্ট্রে এই কৃত্রিম ভালভ প্রতিস্থাপনের জন্য ৩০ হাজার মার্কিন ডলার খরচ পড়বে। তবে হাসপাতাল ফিসহ মোট ৭০ হাজার ডলার খরচ হতে পারে।
যুক্তরাষ্ট্রে অপারেশন এবং হাসপাতাল ফিসহ একটি সাধারণ ভালভ পরির্বতনে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার।
এই ধরনের ভালভ অবশ্য চার বছর আগেই ৪০টি দেশে অনুমোদন পেয়েছে। এর মধ্যে অধিকাংশই ইউরোপের দেশ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১