কাঠমান্ডু: ঘন কুয়াশার কারণে হিমালয় এলাকায় আটকা পড়েছে দেড় হাজারের মতো বিদেশি পর্যটক। ওই এলাকার একমাত্র বিমানবন্দরের সবগুলো ফ্লাইট বাতিল করায় তারা আটকা পড়েছেন।
বছরের এই শেষ সময়ে হাজার হাজার পর্যটক হিমালয় পরিদর্শনে আসেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির পর্যটকই বেশি।
নেপালের ছোট্ট শহর লুকলার তাংজিং-হিলারি বিমানবন্দরের ব্যবস্থাপক উৎসব খারেল বলেন, ‘বুধবার থেকে প্রায় ১৫০০ পর্যটক এখানে আটকা পড়ে আছেন। কোনো হোটেলেই আর জায়গা নেই। পর্যটকদের চাপে হোটেলগুলোর খাবার শেষ হয়ে গেছে। কয়েক শ’ মানুষ তাঁবু খাটিয়ে রাত যাপন করছেন। ’
খারেল বলেন, ‘আশা করা হচ্ছে রোববারের মধ্যে কুয়াশা কেটে যাবে। ’
পর্বতারোহী ও পর্যটকদের জন্য নেপাল খুবই জনপ্রিয়। কারণ এখানেই আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট। এছাড়া হিমালয়ের সৌন্দর্য আর কিংবদন্তি পর্যটকদের টেনে নিয়ে আসে।
আবহাওয়া যখন ভালো থাকে তখন লুকলায় বিমানে করে প্রতিদিন প্রায় ৫০০ পর্যটক আসে।
এভারেস্টের কাছাকাছি হওয়ায় ঘন কুয়াশার কারণে লুকলার তাংজিং হিলারি বিমানবন্দরের ফ্লাইট মাঝে মধ্যেই বাতিল করতে হয়।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১