ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতিরক্ষা ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক ৬ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, সেপ্টেম্বর ৪, ২০১৮
প্রতিরক্ষা ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক ৬ সেপ্টেম্বর পতাকা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের আসন্ন বৈঠকে দেশ দু’টির প্রতিরক্ষা চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অঞ্চলটিতে চীনের আধিপত্য কমাতে দেশ দু’টি সামরিক ক্ষেত্রে আরও ঘনিষ্ট হওয়ার লক্ষ্যে আলোচনা করবে। 

আগামী বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দেশ দু’টির উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আসন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস, পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন অংশ নেবেন।

 

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বৈঠকের বিষয়ে সম্মত হলেও চলতি বছরে ইতোমধ্যে দু’বার তা বাতিল করা হয়।

বিশ্লেষক ও দেশ দু’টির কর্মকর্তারা বলছেন, বৈঠকটি শুধু আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ নয়। বরং বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ দু’টি এর মাধ্যমে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ পাবে। ফলে দেশ দু’টির মধ্যে বিরাজ করা দূরত্বগুলোও কমে আসবে।  

মার্কিন সামরিকবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তা জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, দ্বি-পক্ষিক বৈঠকটির মাধ্যমে আমাদের অংশীদারিত্বের ঐতিহাসিক উন্নয়নের সুযোগ তৈরি হবে। এছাড়াও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির পথ সুগম হবে।  

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা র‌্যানডাল স্ক্রিভার বলেন, বৈঠকটির মাধ্যমে বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত আসতে চলেছে।

ভারতের সামরিক বাহিনীর এক সদস্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, দেশ দু’টি বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (বিইসিএ) নামক একটি চুক্তিতে সম্মত হতে পারে। যে চুক্তির ফলে ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইটের তথ্য বিনিময়ে সহায়তা করবে।         

গত কয়েক দশক ধরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ইস্যুতে নিজেদের বন্ধন দৃঢ় করছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ