ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আস্থা ভোটে অল্পের জন্য রক্ষা পাপান্দ্রুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, নভেম্বর ৫, ২০১১
আস্থা ভোটে অল্পের জন্য রক্ষা পাপান্দ্রুর

এথেন্স: শেষমেষ বেঁচে গেলেন গ্রীসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু। গ্রিসের ঋণ সংকটের কারণে সৃষ্ট জটিলতায় পার্লামেন্টের আস্থা ভোটে হেরে যাওয়ার কথা থাকলেও টিকে গেলেন তিনি।



এদিকে গ্রিসকে ইউরোপিয় ইউনিয়ন প্রানোদনা দিচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ‍আস্থা ভোটের আগে পাপান্দ্রু ক্ষমতা ভাগাভ‍াগি বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার জন্য সরে দাঁড়াতে তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে আগাম নির্বাচনের সকল সম্ভাবনাও তিনি নাকচ করে দেন।

২০১০ সালে বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিতে পারায় একঅর্থে দেউলিয়া হওয়ার যোগাড় হয়েছিল গ্রিস। অবস্থা সামলাতে ইউরোপিয় ইউনিয়ন থেকে জরুরী ভিত্তিতে ঋণ নেয় গ্রিস। কিন্তু বিপুল পরিমান সরকারি ঋণ আর বেকারত্বের কারণে দিনে দিনে অসন্তোষ বাড়তে থাকে গ্রিসের জনমনে।

এ পর্যায়ে আবারও ইউরোপিয় ইউনিয়ন গ্রিসকে ১৩০ বিলিয়ন ইউরো ঋণ দিতে রাজি হয়েছে। তবে এবারে আছে ব্যয়সঙ্কোচনের কঠিন শর্ত। আর এই বিষয়টি নিয়েই পাপান্দ্রু গণভোটে যাওয়ার চিন্তা করেন। কিন্তু খোদ নিজের দলেই বিরোধীতার ‍মুখে পরেন তিনি। আর এই অসন্তোষই শেষ পর্যন্ত আস্থাভোটে গড়ায়। আস্থা ভোটে পাপান্দ্রু পান ১৫৩টি ভোট আর তার বিপক্ষে পড়ে ১৪৫ টি ভোট।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।