কাবুল: আফগানিস্তান সৈন্যদের প্রশিক্ষণ কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের প্রশিক্ষন প্রধান পিটার ফুলারকে চাকরিচ্যুত করা হয়েছে।
আফগানিস্তানের নেতারা ‘বাস্তবতা বিবর্জিত’ এমন অসৌজন্যমূলক মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা যায়।
পলিটিকোর সাথে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল পিটার ফুলার এই মন্তব্য করেন।
তিনি বলেন, আফগান নেতাদের নেতৃত্ব বাস্তবতার সাথে অমিল রয়েছে । তবে এটা পরিষ্কার নয় যে তিনি পদত্যাগ করেছেন নাকি তাকে অবসরে পাঠানো হয়েছে।
আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান এই ব্যাপারে বলেন, তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র-আফগানিস্থানের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১