ঢাকা: অটিজমে আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় অর্থ সহায়তার একটি বিলে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের ডেমক্র্যাট গভর্নর এন্ড্রু ক্যুমো। এ বিলে স্বাক্ষরের পর এক বিবৃতিতে গভর্নর বলেন, এরফলে নিউইয়র্কের অসংখ্য পরিবারের দীর্ঘদিনের একটি সমস্যার অবসান ঘটবে।
কারণ, এর আগের রীতি অনুযায়ী অটিজমে আক্রান্তদের চিকিৎসায় সীমিত পরিমাণের অর্থ প্রদান করতো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো।
নতুন আইনে বছরে কমপক্ষে ৫০ হাজার ডলার করে দেওয়া হবে প্রতি রোগীর চিকিৎসায়। সূত্র বার্তা সংস্থা এনাকে জানায়, অটিজম আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত অর্থ প্রদানের ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের আরো ২৮ অঙ্গরাজ্যে।
যুক্তরাষ্ট্রে প্রতি এক দেড়শ শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। শুরুতেই এ রোগ চিহ্নিত করা গেলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা সারিয়ে নেওয়া সম্ভব হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১